লালমনিরহাটের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ৩ দিনের রিমান্ডে

লালমনিরহাট প্রতিনিধি
Nov 13, 2024 - 16:47
 0  3
লালমনিরহাটের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান ৩ দিনের রিমান্ডে

অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাংচুর এবং পৃথক ১০টি মামলায় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় ৬টি ও রাজশাহীতে একটিসহ মোট ৭টি হত্যা মামলা, অর্থ পাচার ও ২০২৩ সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাংচুরের মামলায় মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সুমন খানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ সময় সাখাওয়াত হোসেন সুমন খানের বডিগার্ড রাজু আহমেদের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
রিমান্ড মঞ্জুর শেষে তাদের ২জনকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে তাদেরকে লালমনিরহাট জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের এই পুলিশ পরিদর্শক।
উল্লেখ্য যে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ী লালমনিরহাট জেলা শহরের কালীবাড়ি (মাস্টারপাড়া)। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের ছেলে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow