লৌহজংয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

লৌহজং উপজেলায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. খলিল শেখ (২৬)–কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া গ্রামের মৃত মানিক শেখের ছেলে।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার (২৭ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মো. খলিল শেখ গত মার্চ মাসে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন-২০০৩) এর ৯(১) ধারায় দায়ের করা ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
What's Your Reaction?






