শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, তিনটি দোকান পুড়ে ছাই

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Mar 14, 2025 - 12:01
 0  4
শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, তিনটি দোকান পুড়ে ছাই

কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ইউনিয়নের একতারপুর বাজারে বিদ্যুৎ শর্ট সার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১টার দিকে নাজমুল হোসেনের মুদি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতেও। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত খোকসা উপজেলা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন মুদি দোকানের মালিক নাজমুল হোসেন (৩৫), পিতা: মোহাম্মদ আলী, একতারপুর, খোকসা, কুষ্টিয়া; ঔষধের দোকানের মালিক অবনী মোহন বিশ্বাস (৬৩), পিতা: মৃত অনিল কুমার বিশ্বাস, বহরমপুর, খোকসা, কুষ্টিয়া এবং সেলুনের দোকানের মালিক স্বরজিত বিশ্বাস (৬৫), পিতা: মৃত মঙ্গল চন্দ্র বিশ্বাস, ঈশ্বরদী, খোকসা, কুষ্টিয়া।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, তারা ইতোমধ্যেই বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন। স্থানীয় বাসিন্দারা এবং সমাজের বিত্তবানরা ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা চালানো হলেও দোকানগুলোর বেশিরভাগ মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow