শহিদুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি
Feb 18, 2025 - 19:31
 0  7
শহিদুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পিয়াজখালী এলাকার মরহুম মাওলানা শহিদুল ইসলামের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পিয়াজখালী বাজারস্থ আদর্শ লিপি প্রি-ক্যাডেট স্কুল মাঠে সদরপুর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে এবং আবনায়ে মাওলানা শহিদুল ইসলাম এর ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে কান্না বিজড়িত কণ্ঠে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন মরহুমের পিতা কারী আনোয়ার হোসেন খান।

সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর সভাপিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদের উপদেষ্টা এবং সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতী আখতার হুসাইন, মাওলানা রাশেদুল ইসলাম, হাফেজ মাওলানা রইসুল ইসলাম, মুফতী জাবের হুসাইন, মুফতী মোতাহার হুসাইন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, কারী মুহা: সুলাইমান, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নিজামুদ্দিন, মাওলানা নূর আলম সিদ্দিকী, মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, মরহুম মাওলানা শহিদুল ইসলাম দীর্ঘদিন যাবত কঠিন রোগে আক্রান্ত ছিলেন। গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাঁর মৃত্যু হয়। তিনি পিয়াজখালী মাদরাসায় অধ্যাপনার পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত রাহেতুন্নেছা ও খাদীজাতুল কুবরা (রা:) আদর্শ দ্বীনিয়া মাদরাসা পরিচালনা করে আসছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ৩ কন্যা, পিতা-মাতা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow