শহীদ আবদুল মজিদের পরিবার পেল দশ লক্ষ টাকার সরকারি সহায়তা

খাগড়াছড়ি জেলার রামগড়ে, জুলাই বিপ্লবের শহীদ আবদুল মজিদের পরিবারকে দশ লক্ষ টাকার সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। আজ দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার শহীদ আবদুল মজিদের পরিবারে কাছে নগদ সহায়তা হস্তান্তর করেন।
এসময়, জেলা প্রশাসক জানান, শহীদ আবদুল মজিদ হোসেনের নাম গেজেটভুক্ত হয়েছে এবং তার পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হবে। প্রথম ধাপে ১০ লক্ষ টাকার সঞ্চয়পত্র এবং ঈদ উপহার হিসেবে ইফাদ গ্রুপের সৌজন্যে উপহার প্রদান করা হয়। তিনি আরো জানান, পরবর্তীতে দ্বিতীয় ধাপে ২০ লক্ষ টাকা প্রদান করা হবে, মোট ৩০ লক্ষ টাকার সহায়তা পাবে শহীদ আবদুল মজিদ হোসেনের পরিবার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন, ছাত্র প্রতিনিধি মোঃ ইকবাল হোসেন রিমন, রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন ভুট্টু, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ।
What's Your Reaction?






