শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আলীকদমের সর্বস্তরের মানুষ

আবু জুয়েল নুর খান,আলীকদম (বান্দরবান) প্রতিনিধি 
Feb 21, 2025 - 19:19
Feb 21, 2025 - 19:20
 0  6
শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আলীকদমের সর্বস্তরের মানুষ

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি শহীদরা বুকের তাজা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়। সেই ভাষা শহীদদের প্রতি একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেছেন আলীকদমের সর্বস্তরের মানুষ। 

রাত ১২টা ১ মিনিটে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক  এর নেতৃত্বে উপজেলা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন  প্রশাসনের পক্ষ হতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে  পুষ্পস্তবক অর্পণ করা হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন ও সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে

কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

এসময় আরও আলীকদম উপজেলা বিএনপির আহবায়ক মাশুক আহমেদ  ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব জুলফিকার আলী ভুট্টো উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুরাত আলম সদস্য সচিব নুরুল আফসার ছোটন  এবং যুবদল কৃষক দল ছাত্রদল নেতৃত্বে  পুষ্পস্তবক অর্পণ করেন।  

এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।

এ সময় দিবসটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় আলীকদম  উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীকদম  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow