লিবিয়ায় আটক শাকিলের সহযোগিতায় এগিয়ে এলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ 

স্টাফ রিপোর্টার
Mar 30, 2024 - 01:12
Mar 30, 2024 - 01:13
 0  77
লিবিয়ায় আটক শাকিলের সহযোগিতায় এগিয়ে এলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোশাররফ 

লিবিয়ায় দালালের খপ্পরে আটক সেই শাকিলের সহযোগিতায় এগিয়ে আসলেন সালথা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার  মোশাররফ হোসেন। তিনি উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষণদিয়া গ্রামের সন্তান।

শুক্রবার (২৯ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তুপুর গ্রামস্থ শাকিলের পিতা দিনমুজুর মো. টিটুল মিয়ার হাতে কিছু নগদ অর্থ তুলে দেন। এসময় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার  মোশাররফ হোসেন তাদের যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দেন। 
 
বিষয়টি নিশ্চিত করে তরুণ এই সমাজসেবক বলেন, আমি মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্যও কাজ করতে চাই। এছাড়াও তরুন সমাজ বিনির্মানে অবদান রাখতে চাই। আজ শাকিলের সাথে যা হয়েছে তা খুবই মর্মান্তিক ঘটনা। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এসময় তিনি সমাজের বিত্তশালী লোকজনসহ সবাইকে শাকিল ও তার পরিবারের পাশে দাঁড়াতে অনুরোধ করেন।

প্রসঙ্গত, অভাবের সংসারে পরিবারের মুখে একটু হাঁসি ফোটাতে পড়াশোনা বাদ দিয়ে গত চার মাস আগে এক দালালের মাধ্যমে ১২ লাখ টাকার বিনিময়ে ইতালির উদ্দেশ্য রওনা হন শাকিল মিয়া। কিন্তু দালালরা তাকে ইতালির বদলে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে নিয়ে বেশ কয়েকদিন ধরে তাকে আটকে রেখে দালালরা আরও ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নির্মম নির্যাতন চালাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow