শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনপল্লী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 8, 2024 - 20:06
 0  9
শাপলা মহিলা সংস্থার উদ্যোগে যৌনপল্লী শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

ফরিদপুরের বেসরকারি এনজিও শাপলা মহিলা সংস্থার উদ্যোগে শহরতলীর সিএন্ডবি ঘাট যৌনপল্লীর শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শতাধিক শিশু কিশোরের মাঝে ঈদ সামগ্রী হিসেবে পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, থ্রি পিস বিতরণ করেন। 

 এ সময় উপস্থিত ছিলেন শাপলা মহিলা সংস্থার ফিল্ড  সুপারভাইজার রমা খান, ফিল্ড সুপারভাইজার  রিনা সাহা, লক্ষ্মী সাহা পূজা। 
এ সময় রমা খান বলেন, শাপলা মহিলা সংস্থা যৌনপল্লীর  সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করে। তাদের জীবন মানে উন্নয়নে সুযোগ-সুবিধা সহ পড়ালেখা সহযোগিতা করা হয়। তিনি বলেন প্রতিবছরই আমরা এখানকার শিশুদের ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঈদ উপহার সামগ্রী দিয়ে থাকি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow