শামা ওবায়েদের নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে- নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শফিকুল খান জনি, সি:স্টাফ রিপোর্টার
Aug 27, 2024 - 14:05
Aug 27, 2024 - 14:06
 0  6
শামা ওবায়েদের নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে- নগরকান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নামে ষড়যন্ত্র মুলক মিথ্যা হত্যা মামলা দেওয়ার প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠন। 

মঙ্গলবার সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা সদরের তেলের পাম্প মোড় থেকে  বিক্ষোভ মিছিল বের হয়।

পরে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।  পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।


নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের সঞ্চালনায় এবং নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া,  যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, নাজমুল হোসেন রাজু, ওলামা দলের সাধারণ সম্পাদক মজিবর রহমান প্রমুখ । 


বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় উপস্থিত না থাকা সত্ত্বেও নগরকান্দা-সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসময় বক্তারা, অবিলম্বে শামা ওবায়েদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।  
উল্লেখ্য যে, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু গ্রুপের সঙ্গে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল গ্রুপের মধ্যে গত ২১ আগস্ট বুধবার নগরকান্দা উপজেলা সদর এলাকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় উপজেলার ছাগলদী গ্রামের কবির ভূইয়া নামে এক ব্যক্তি নিহত হন।

কবিব ভূইয়াকে হত্যার অভিযোগে বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকুসহ ৩৬ জনের নাম উল্লেখ করে আসামী করা হয়। সংঘর্ষে নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে গত ২৩ শে আগস্ট রাতে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
উল্লেখ্য যে বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকু বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। আর শহিদুল ইসলাম বাবুল ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। এই সংঘর্ষের পরে দু'জনেরই পদ বর্তমানে স্থগিত রয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow