শালিখার আড়পাড়া পোস্ট অফিস সড়কের সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা
মাগুরার শালিখা উপজেলা সদরে আড়পাড়া বাজারে অবস্থিত ( ডাক বিভাগ):পোস্ট অফিস সড়কের সামান্য সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতা।এই সড়কে পানি জমে যায়। যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর গেটটি এসড়কে।ফলে কোমলমতি শিশু শিক্ষার্থীরা পড়েছে বিপাকে তাদের কষ্টের আর শেষ নেই।সড়কের পূর্ব পাশের শুরুতে একটি ড্রেন নদীতে নেমেছে।সড়কটির পশ্চিম প্রান্তে রয়ে গেছে,কানুদার খাল।অপরদিকে মাঝের ড্রেনের সংযোগ থেকে পশ্চিম দিকে একটি সংযোগ ড্রেন কানুদার খালে নেমেছে।এসব ড্রেনের মহাযজ্ঞ থাকা সত্ত্বেও তাহলে কেন এখানে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বেড়েছে।
এ সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় এলাকাবাসী।
What's Your Reaction?