শালিখার নবাগত ইউএনওর সাথে প্রেসক্লাব শালিখার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
মাগুরার শালিখা উপজেলার নবাগত ইউএনও হাসিনা মমতাজের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব শালিখার সাংবাদিকবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সভাপতি মঃ বাহারুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ নওয়াব আলী সহ-সভাপতি জিআরএম তারিক,সংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,দৈনিক জনতার সুব্রত বিশ্বাস, নবচিত্রের মীর মুস্তাক আহম্মদ,কিউটিভির মোঃ আবু হুরায়রা,দৈনিক যশোর বার্তার সুবির কুমার প্রমূখ।
সাংবাদিকবৃন্দর নবগত ইউএনওর কাছে দাবি তিনি যেন শালিখাবাসীর মঙ্গলে আত্মনিয়োগ করবেন।
নবাগত ইউএনও হাসিনা মমতাজ বলেন,, শালিখাবাসীর সব সময় পাশে থেকে কাজ করব এবং সাবেক ইউএনওর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পন্ন করব।
What's Your Reaction?