শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Dec 24, 2024 - 21:44
 0  5
শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

মাগুরার শালিখা উপজেলার পুলুম গোলাম ছরোয়ার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ২৪ ডিসেম্বর বিকালে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শালিখা উপজেলা যুবদলের আহবায়ক মো.সোহেল মুন্সীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন।তিনি সবাইকে একত্রিত হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান। আগামীতে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দিবে তাকে ভোট দিতে বলেন।আওয়ামী লীগের সকল দোসরদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে বলেন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সভাপতি এ্যাডঃ ওয়াসিকুর রহমান কল্লোল।বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ,জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কায়জার হোসেন,মাগুরা সদর উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ কুতুব উদ্দিন রানা,জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজ,উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মমতাজ মোল্লা,জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান,যুবনেতা মহাসিন মোল্লা,মোঃ শাহাদ আলী ও অরুপ সাহা,জাকির মেম্বার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তিতাস বিশ্বাস,জেলা ছাত্রদলের মেহেদী হাসান প্রমূখ।

আয়োজনে ছিলো শালিখা উপজেলার ৭নং গঙ্গারামপুর ইউনিয়নের যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবক দলসহ সকল নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow