শাহবাগে আবারও আন্দোলন
মাসিক ন্যূনতম ভাতা ৫০০০০ টাকা করার দাবি নিয়ে শাহবাগে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষনার্থী চিকিৎসকরা। বেলা এগারোটা থেকে তারা শাহবাগের রাস্তায় অবস্থান নিয়ে এই সমাবেশ শুরু করে।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ব্যানারে বিভিন্ন মেডিকেল কলেজের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষনার্থী চিকিৎসকরা আন্দোলনে যোগদান করে।
তাদের সাথে কথা বলে জানা যায় বর্তমানে পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষনার্থী চিকিৎসকরা ২৫০০০ টাকা ভাতা পাচ্ছেন। তাদের দাবি বাংলাদেশে আর কোন পোস্ট গ্রাজুয়েট পেশাজীবী এত কম ভাতা পায় না। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির এই সময়ে এসে স্বাভাবিক জীবনধারনের জন্য এটা খুবই নগন্য। এত কম টাকায় ঢাকা শহরে জীবন যাপন চালানো সংসার চালানো খুবই মুশকিল।
আন্দোলনকারী এক প্রশিক্ষনার্থী চিকিৎসক বলেন, "আমরা এই ভাতাটিকে একটি সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের কাছে বহুদিন ধরেই দাবি তুলছি। সরকার কেন জানিনা আমাদের এই যৌক্তিক দাবিটা বারবার দমন করে রাখার চেষ্টা করছে। " "বহু অযৌক্তিক দাবি এক দিনে দুই দিনে পূরণ হয়ে যায়, অথচ আমাদের এই যৌক্তিক দাবিটা আপনারা কেন দিবেন না।" অভিযোগ সেই চিকিৎসকের।
অপর এক চিকিৎসক জানান," আমরা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমে এসেছি। আমাদের এখন হাসপাতালে থেকে রোগীদের সেবা দেয়ার কথা থাকলেও নিজেদের প্রয়োজনে এখন আমাদের রাজপথে নামতে হচ্ছে।" তারা খুবই দ্রুত তাদের দাবির বাস্তবায়ন চাচ্ছেন।
What's Your Reaction?