শিক্ষক শিক্ষার্থীদের এক দিনে আনন্দ ভাগাভাগি
শিক্ষাই মুক্তি ২০২৪ সালে শিক্ষাবর্ষ সমাপ্তিতে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্য দিয়ে বান্দরবানের থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের এক দিনের আনন্দ ভাগাভাগিতে মিলনের লক্ষ্যে বনভোজন অনুষ্ঠান পর্যটন কেন্দ্র খ্যাত তমাতুঙ্গিতে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী শিক্ষকদের স্বপ্ন আর আমরা পিছিয়ে নয়,আমরা ও স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, সমাজের বাল্য বিবাহকে রুখার লক্ষ্যে ছোট ছোট নাটিকা,পাহাড়ে ১১ ক্ষুদ্র- নৃগৌষ্ঠিদের হারিয়ে যাওয়ার পুরোনো দিনের ঐতিহ্যবাহী গান, নৃত্য ও কবিতা, আবৃত্তি মাধ্যমে নিজেদের জানান দিতে দুর্গম রেমাক্রী ইউনিয়ন হতে ৬০ কিলোমিটার ইজ্ঞিন নৌকা যোগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টা তমাতুঙ্গি পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
দুর্গম রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ মিলন মেলায় উপস্থিত থাকে।
আজ হবে মাতামাতি, আমরা খাব চড়ুইবাতি প্রতিপাদ্যে ক্লাস পাটি ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী শিক্ষকদের আয়োজনের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও রাকিব হাসান চৌধুরী প্রধান অতিথি ও প্রধান শিক্ষক বেনেডিক্ট ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ,পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার জমির উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সুপাভাইজার চান্দ মিঞা প্রমূখ। রেমাক্রী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী স্বতস্ফুর্ত অংশ গ্রহন করেন।
What's Your Reaction?