শিক্ষা অফিসারদের গ্রেড উন্নতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারদের (এটিইউইও) গ্রেড উন্নতীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়। প্রথমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। তবে জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শঙ্কর কুমার বিশ্বাস স্মারকলিপিটি গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মো. ইউসুফ, সাধারণ সম্পাদক নাজমুল হক শিকদার, নাসিরনগর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মাজহারুল হুদা, নবীনগর উপজেলার সহকারী শিক্ষা অফিসার মনসুর আহমেদ প্রমুখ।
স্মারকলিপিতে সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের বর্তমান ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণের দাবি জানানো হয়।
অফিসাররা জানান, মাঠপর্যায়ে প্রাথমিক শিক্ষার উন্নয়ন ও কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও তারা অবহেলিত ও বৈষম্যের শিকার। গত ৩০ বছরে এই পদে কোনো গ্রেড উন্নতি হয়নি, যা অগ্রহণযোগ্য।
তারা আরও বলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসারদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা ছাড়া প্রাথমিক শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। তাই দ্রুত তাদের গ্রেড উন্নীতকরণের দাবি জানান তারা।
What's Your Reaction?






