শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়া
Mar 13, 2025 - 13:47
 0  3
শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি নিয়ে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব

কুষ্টিয়ার খোকসায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার এডহক কমিটি গঠন নিয়ে বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। 

এ নিয়ে নেতারা একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছেন, আর প্রতিষ্ঠান প্রধানরা পড়েছেন বিপাকে। ইতোমধ্যে শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের এডহক কমিটির বিরুদ্ধে উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে।

জানা গেছে, গত ৫ আগস্টের পর উপজেলা পর্যায়ের ২৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি কলেজ ও ৮টি মাদ্রাসার কমিটি গঠনের জন্য বিএনপির স্থানীয় নেতারা তৎপর হয়ে ওঠেন। সুপারিশ পাওয়ার জন্য প্রতিষ্ঠান প্রধানদের ওপর বলপ্রয়োগের অভিযোগও উঠেছে।

শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজের সভাপতির পদ নিয়েও চলছে টানাপোড়েন। বিএনপি নেতা মারুফ মোরশেদ সুনামকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি পদে নিয়োগ দেওয়া হলেও এক মাসের মধ্যে তাকে অব্যাহতি দিয়ে পদটি দেওয়া হয় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনিস উজ্জ জামানকে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ১১ মার্চ উচ্চ আদালতের একটি বেঞ্চ আনিস উজ্জ জামানের নেতৃত্বাধীন কমিটির ওপর ৪ মাসের স্থগিতাদেশ জারি করে।

অপসারিত সভাপতি বিএনপি নেতা মারুফ মোরশেদ সুনাম উচ্চ আদালতে রিট আবেদন (নম্বর ৪১৯৪/২০২৫) দায়ের করলে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজিবের বেঞ্চ তার অনুকূলে রায় দেন। আদালতের আদেশ অনুযায়ী, আগামী ৪ মাস কমিটির কার্যক্রম স্থগিত থাকবে।

স্থানীয় পর্যায়ে এ ঘটনায় বিএনপি নেতাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow