শিক্ষার্থী নির্যাতনের মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিন নামঞ্জুর

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Apr 15, 2025 - 16:15
 0  1
শিক্ষার্থী নির্যাতনের মামলায় আওয়ামী লীগ নেতাদের জামিন নামঞ্জুর

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সদর আমলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহম্মেদ এ আদেশ দেন।

জামিন বাতিল হওয়া আসামিদের মধ্যে রয়েছেন—রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর বর, মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আজম আলী মণ্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ফিরোজ বিশ্বাস, রিংকু, মানিক সরদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মী।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম জানান, গত বছরের ৩০ আগস্ট শিক্ষার্থী রাজীব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ১০ আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন।

জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, জামিনে থাকা আসামিরা আজ নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow