শিবালয়ে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি
Mar 31, 2024 - 00:21
 0  26
শিবালয়ে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম হল রুমে শিমুলিয়া ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে শনিবার (৩০ মার্চ)  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু সহ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু তার বক্তব্য বলেন, অনেক কষ্ট করে ১৯৭১ সালে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা একত্রে মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আপনারা সকলেই জানেন যুদ্ধকালীন সময়ে আমি এক কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার পরিবার পশ্চিম মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক পরিবার হিসেবে পরিচিত।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকার আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনেক সম্মান দিয়েছেন,যা বিগত দিনে কোন সরকার দিতে পারেনি।

আওয়ামীলীগ সরকার আমাদের মুক্তিযোদ্ধাদের ভাতা বহু গুণে বাড়িয়েছেন। এ ছাড়া চিকিৎসা সেবা ,সন্তান ও নাতি -নাতনিদের চাকরি ব্যবস্থা ,দুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য পাকা বাড়ি সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করেছেন। আমি মহান আল্লাহতালার নিকটে মাননীয় প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

তিনি আরো বলেন, আমি আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হয়েছি। আমি এই উপজেলায় ৫ বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আপনারা ভালো -মন্দ সবই জানেন।

 উপজেলা থেকে আমি যতটুকু বরাদ্দ পেয়েছি তা দিয়ে আমি উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা ঘাট সহ নানান অবকাঠামো উন্নয়ন মূলক কাজ করেছি। আমি সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অফিস করি। অফিসে ২/১ দিন বাদে সারা মাস আমাকে পাবেন। আমার দরজা সবার জন্য খোলা থাকে।

আমি আশাবাদী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এই শিমুলিয়া ইউনিয়নের জনসাধারণের ভোটের পাশাপাশি আমার সকল সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন ।

আমি উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। আমি যেন আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় আসন্ন শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচিত হতে পারি।

 ইফতার ও দোয়া মাহফিলে‌ আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম রহমান খান রনি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র ফুয়াদ রহমান খান রিদয় ,আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাইয়েম মুত্তাকিম খান অনিক সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে দোয়ার মাধ্যমে ইফতার মাহফিল শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow