শিবালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মাহান স্বাধীনতা ও জাতীয় দিবস
মানিকগঞ্জ শিবালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সকাল ০৮:১৫ ঘটিকার সময় শিবালয় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূরালে ও মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরনে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউর রহমান খান জানু,শিবালয় উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মোঃ বেলাল হোসেন, শিবালয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার,শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার সহ উপজেলার অন্তর্গত সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত অতিথিবৃন্দ উপজেলা দশচিড়া মাঠে সকাল ০৯.৩০ ঘটিকার সময় ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেড ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ২৬ ই মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য সকলের নিকটে তুলে ধরেন। প্যারেডে অংশ নেন শিবালয় থানা পুলিশ সহ উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।
What's Your Reaction?