শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অশ্রুসিক্ত নয়নে প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ
রাঙ্গামাটির কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অশ্রু সিক্ত নয়নে প্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।
বুধবার বেলা সাড়ে ১১ টায় কাপ্তাইয়ের শীলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিবাবক, শিক্ষক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি উদ্যাগে মো:আবু বক্কর ছিদ্দিক সোহেল এর সঞ্চালনায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রমিলা তঞ্চঙ্গ্যাঁর সভাপতিত্বে বিদায় ও বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটি এবং মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার আশ্চর্য্য,
সংবর্ধিত অতিথি, মুহাম্মদ মুহসিন, জাফর আহমেদ স্বপন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো: আনোয়ার হোসেন।
বিদায়ী সাবেক প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ
বলেন, আমি একজন সরকারের প্রজাতন্ত্র কর্মচারী। সারাজীবন একটি প্রতিষ্ঠানে থাকা কখনো সম্ভবনয়। আমি শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগদান করার পর হতে এলাকার জনগণ মনে প্রাণে শিক্ষার কার্যক্রমকে বেগবান করার জন্য সর্বদা সহযোগিতা চেষ্টা করেছি। এসময় তিনি অশ্রুসিক্ত হয়ে পড়লে আর কোন কথা বলতে পারেননি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার আশ্চর্য্য বলেন, বর্তমান সময়ে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই, তাই শিক্ষাকে গুরুত্ব দিয়ে এলাকার ছেলেমেয়েদের সুশিক্ষিত গড়ে তুলতে হবে। এজন্য বর্তমান সরকারের শিক্ষার অগ্রগতি লক্ষ্যে চোখে পড়ার মত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দৃশ্য মান উন্নয়ন করে যাচ্ছে। কোন শিক্ষার্থী যেন ঝড়ে না পড়ে সে জন্য সরকার সকল প্রকার সহযোগিতা দিয়ে যাচ্ছে বলে তিনি জানান।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিবাবকদের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার আশ্চর্য্য ও বিদায়ী প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশসহ অতিথি বৃন্দকে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করা হয়।
এসময়ে অনুষ্ঠানে আরও উপষ্ঠিত ছিলেন, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি জাফর আহমেদ স্বপন, সাবেক সভাপতি মোহাম্মদ মহসিন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মো: আব্দুল্লাহ আল নাহিয়ান, মোঃ রাসেল খান, সাজেদা বিনতে বোরহান, চিংম্রা মারমা, বর্ণ বিকাশ তঞ্চঙ্গ্যাঁ, মীসাচিং মারমা, মোহাম্মদ রফিকুল ইসলাম, রিনা রানী, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও প্রথাগত হেডম্যান কার্বারী অভিবাবক এবং অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।
এর আগে, শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা পর্যদের ১২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
What's Your Reaction?