শিশুদের শিক্ষার আলো ফেরাতে ভাঙ্গার  ইউএনওর ব্যাতিক্রমী উদ্যোগ

সরোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
Feb 4, 2025 - 20:53
 0  3
শিশুদের শিক্ষার আলো ফেরাতে ভাঙ্গার  ইউএনওর ব্যাতিক্রমী উদ্যোগ

ফরিদপুরের ভাঙ্গায় অনগ্রসর শ্রেণির শিক্ষা বঞ্চিত বেদে শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ব্যাতিক্রমী উদ্যোগের কৃতিত্ব উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের। শিক্ষা বঞ্চিত  অযত্ন অবহেলায় বেড়ে উঠা  ঘরবাড়ীহীন অনিরাপদ স্থানে বেড়ে উঠা  এসব বেদে শিশুদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার বিশেষ  উদ্যোগে বিতরণ করা হয়  নতুন বছরের বই। ২০২৫ শিক্ষা বছরের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গা পৌরসদরের ২ নং সদরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রাথমিকভাবে ১১ জন শিক্ষার্থীকে তাদের অভিভাবক হিসেবে মা বাবাদের উপস্থিতিতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। এ সময় কচিকাঁচা শিক্ষার্থী ও অভিভাবকরা উচ্ছ্বসিত হয়ে উঠে।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা ইয়াসমিন ববির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে এসব শিশুদের মাঝে বই তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তহিদুল ইসলাম,সংশ্লিষ্ট কর্মকর্তা,শিক্ষকবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমুখ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow