শিশুর মনের বিকাশের জন্য বই পড়ার কোন বিকল্প নাই

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Jan 23, 2025 - 22:22
 0  2
শিশুর মনের বিকাশের জন্য বই পড়ার কোন বিকল্প নাই

বই পড়ায় নগদ লাভ হয় না; কিন্তু ব্যক্তি ও জাতির মনের বিকাশের জন্য বই পড়ার বিকল্প নেই। অন্য অনেক বাস্তব জ্ঞানের তুলনায় বইয়ের সাহিত্যেই মনের বিকাশ ভালো হয়। 

কারণ, সাহিত্যেই মানুষের জীবনের সার্বিক চিত্রটা ধরা পড়ে। বই পড়ার জন্য দরকার লাইব্রেরি। শরীরের চিকিৎসার জন্য যেমন হাসপাতাল দরকার, মনের বিকাশের জন্যও
তেমনি লাইব্রেরি প্রয়োজন। লাইব্রেরিতে মানুষ নিজের আনন্দে স্বে”ছায় বই পড়ে।
 এরকম স্বশিক্ষায় শিক্ষিত হলেই কেবল মানুষ সুশিক্ষিত হতে পারে।
পড়াশুনা না করলে শুধু মূর্খ হয় না, যাদের জ্ঞান পিপাসা নেই, জানতে চেষ্টা করে না, প্রশ্ন করতে পারে না, তারাই কিন্তু মূর্খ। সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার খুবই সুন্দর মনোরম পরিবেশ ও বই পড়ার চমৎকার একটি জায়গা, সকলে আসুন, বিশেষ করে যাদের সন্তান রয়েছে, বই পড়ায় আগ্রহ বাড়বে। ডিভাইস ব্যবহার করতে করতে আমরা বই পড়ে জ্ঞান লাভ করতে ভুলে যাচ্ছি, পরবর্তী প্রজন্মকে বই পড়াতে আগ্রহী করতে পারছি না। তাই ডিভাইস থেকে দূরে থেকে বই পাড়ার আগ্রহ বাড়াতে হবে, ঘুমানোর আগে সন্তানকে গল্পের বই পড়ে শোনান, নিজেরাও পড়ুন, দেখবেন বই আপনার বন্ধু হয়ে গেছে, একাকিত্বে বই পড়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, তাই বই এর মতো বন্ধু হয় না। সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু এখন নিজেদের আগ্রহ নিয়ে পড়ে না, পড়ে বাধ্য হয়ে। বর্তমান প্রজন্ম মোবাইল এ এতটাই আসক্ত, তাঁদের মানবিকতা, জ্ঞানবোধ দিন দিন লোপ পাচ্ছে। বাবা, মা যদি বই পড়ে, সন্তান কিন্তু সেটাই কপি করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow