শীতার্তদের মাঝে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ
শীতার্তদের কষ্ট লাঘব করতে গরিব, অসহায় ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্য'। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে দিনব্যাপী এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় তারা ১৬০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন। টোকন অনুযায়ী ৩০ জন শিশুকে হুডি ও টুপি এবং ১৩০ জন বৃদ্ধ ও অসহায়দের মাঝে কম্বল ও চাদর প্রদান করেন।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, সংগঠনটির সাবেক সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, 'আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই। আমরা চাই কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানাই।'
What's Your Reaction?