শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিলন বহিষ্কার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Mar 20, 2025 - 20:48
 0  5
শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিলন বহিষ্কার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে (২৭) সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করেছে দলটি।

গতকাল বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বহিষ্কৃত আব্দুল্লাহ আল মিলন আলফাডাঙ্গা পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা মো. আরফিন মোল্যার ছেলে।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার অধীনস্থ আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বৃহস্পতিবার (২১ মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু বলেন, "সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে আলফাডাঙ্গা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলনকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি।"

এদিকে, জানা যায়, আলফাডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন ও তার দুই সহযোগীর নামে থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে অভিযুক্ত ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিলন পলাতক ছিলেন। গত ১৭ মার্চ দিবাগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর হোতাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্থানীয় থানা পুলিশ। পরের দিন ১৮ মার্চ তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow