শেখ হাসিনা ও খুনিদের বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল
ময়মনসিংহের নান্দাইলে ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর সাধারণ ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে শেখ হাসিনার ফাঁসি ও ফ্যাসিবাদী সরকারের খুনি দোসরদের বিচারের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে অবস্হান কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য ও সাবেক পৌরসভার মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠন ও ছাত্র জনতা মেয়রের বাসভবন থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় মেয়রের বাসভবনে গিয়ে শেষ হয়।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাধারণ ছাত্র জনতা হত্যা করায় শেখ হাসিনার ফাঁসি তার দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। এদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবি করে অবস্থান কর্মসূচি পালন করে।
What's Your Reaction?