শেষ দিনে ভালো বেচাকেনা হচ্ছে বৃক্ষ মেলায় 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jul 11, 2024 - 14:38
 0  4
শেষ দিনে ভালো বেচাকেনা হচ্ছে বৃক্ষ মেলায় 

ফরিদপুর সিভিল সার্জন এর কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বৃক্ষ মেলা আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। 
আর শেষ দিনে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা। 
এ ব্যাপারে আজ সকালে মেলা সরেজমিনে পরিদর্শন জানা যায় এ বছর মেলায় অন্যান্য বার থেকে ভালো বেচাকেনা করেছেন বিক্রেতারা। বেচাকেনা শীর্ষে ছিল বিভিন্ন রকম  ফুলের গাছ, এছাড়া বিভিন্ন রকম আম, ক্যাকটাস ,
 ইন্দো প্ল্যান, ঔষধি গাছ , বনজ গাছ ও বিক্রি হয়েছে ভালোই। তাছাড়া ছাদ বাগানের বিভিন্ন রকম গাছ প্লাস্টিকের চিকা ইত্যাদিও ভালোই বিক্রি হয়েছে।
 দোকানীরা জানান প্রথম দুই - তিন দিন বৃষ্টির আশঙ্কায় বেচাকেনা কম হলেও পরবর্তীতে তা পুষিয়ে গেছে এবং কাঙ্খিত বেচাকেনা করতে পেরেছেন তারা।
অন্যদিকে বৃক্ষ মেলায় সবচেয়ে দামি আমগাছ বলে পরিচিত ৫০ হাজার টাকা দামের থাই জাতের সেই আম গাছ বিক্রি হয়েছে গতকাল ৩৬ হাদজার টাকায়।
বৃক্ষ মেলায় বেশিরভাগ গাছের ক্রেতা ছিল স্কুলের শিক্ষার্থী এছাড়া বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও এই  মেলা থেকেও গাছ সংগ্রহ করেছে বলে দোকানিরা জানান।
সবকিছু মিলে এবারের বৃক্ষ মেলায় অংশগ্রহণ করতে পেরে একদিকে যেমন ব্যবসায়ীরা লাভবান হয়েছে অন্যদিকে বিভিন্ন দামের মধ্যে একটি ভালো গাছ কিনতে পারায় ক্রেতারাও অনেক খুশি বলে জানা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow