শেষ বিকেলে গরুর বেচাকেনা কম বিক্রেতারা হতাশ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Jun 16, 2024 - 23:30
 0  5
শেষ বিকেলে গরুর বেচাকেনা কম বিক্রেতারা হতাশ 

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। আর ঈদুল আযহার কেন্দ্র করে ফরিদপুর শহরের টেপাখোলা গরুর হাটে চলছে বেচাকেনা। তবে এখানে ক্রেতা কম থাকায় হতাশা প্রকাশ করছে বিক্রেতারা। তারা বলছেন উপযুক্ত দাম না পেলে ঈদের পরে যে কোন হাটে গরুগুলোকে বিক্রয় করতে হবে। অনেকে আবার কিছুটা লাভ হলেও গরু গুলোকে বিক্রি করতে চাচ্ছেন। 

অন্যদিকে ক্রেতারা চাচ্ছেন একটু কম দামে ভালো একটা গরু 
ক্রয় করবেন তারা।
শনিবার বিকেলে ‌এখানে পরিদর্শন কালে ‌ দেখা গেছে  এখানে মাঝারি ও ছোট সাইজের গরুর চাহিদা বেশি। তাছাড়া দাম ও নাগালের মধ্যে। মোটামুটি ৫০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে একটা মাঝারি কিংবা ছোট গরু কেনা সম্ভব। এদিকে  এখানে মোঃ ইউনুস নামে এক ব্যক্তি ঈদ উপলক্ষে সবচাইতে বড় গরু নিয়ে এসেছেন সেটি দাম চাচ্ছেন  ৩ লক্ষ ৫০  হাজার  টাকা।
তবে তিনি ৩ লাখ টাকার নিচে এই গরু বিক্রি করবেন না বলে জানান। 
এদিকে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন ‌ তারা প্রতি লাখে ৩০০০ টাকা করে হাসিল নিচ্ছেন। তারা বলছেন এখানকার  পরিবেশ খুব ভালো । নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো এখানে প্রশাসনের  লোক ছাড়াও তাদের নিজেদের ‌ লোকজন সবসময় পাহারা দিচ্ছে। তাছাড়া সার্বক্ষণিক সিসি ক্যামেরায়  তা মনিটর করা হচ্ছে যে কারণে কোনরকম অপ্রীতিকর ঘটনার সুযোগ নেই এখানে।
এছাড়া পশু নিয়ে যাওয়ার জন্য পিকআপ ও ট্রাকের ব্যবস্থা রয়েছে ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow