শ্বশুরের বিরুদ্ধে ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Apr 11, 2025 - 10:05
 0  3
শ্বশুরের বিরুদ্ধে ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ঘুমের ওষুধ খাইয়ে পুত্রবধূকে অচেতন করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণীর মা।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বুড়িখালী গ্রামের মৃত আব্দুল মজিদ শেখের পুত্র তোরাব আলী শেখ (৬৫) মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে তার পুত্রবধূকে একা পেয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন।

ধর্ষণের শিকার তরুণীর মা মোসা. আফরোজা খানম নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারে বলা হয়, ছয় মাস আগে তোরাব আলীর ছেলের সঙ্গে বাদীর মেয়ের বিয়ে হয়। পুত্রবধূর স্বামী চট্টগ্রামে চাকরি করায় তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। সম্প্রতি শাশুড়িও চট্টগ্রামে ছেলের কাছে বেড়াতে গেলে ৮ এপ্রিল রাতে বাড়িতে একা পেয়ে এই নৃশংস ঘটনাটি ঘটায় শ্বশুর।

অচেতন অবস্থায় ঘটনার শিকার তরুণী পরে জ্ঞান ফিরে বিষয়টি বুঝতে পেরে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক মাকে খবর দেন। পরে তার মা এসে প্রথমে তাকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকরা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ধর্ষিতার মা আফরোজা খানম বলেন, “ঘুমের ওষুধ খাইয়ে আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

ধর্ষিতার বড় ভাই সাগর বলেন, “আমার বোনকে পিতৃতুল্য শ্বশুর এই জঘন্যতম কাজ করেছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছি এবং আইনি প্রক্রিয়া শুরু করেছি। ন্যায়বিচার চাই।”

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অশেষ প্রতীম রায় বলেন, “ধর্ষণের অভিযোগে এক তরুণীকে ভর্তি করা হলে তাকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, “শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত তোরাব আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow