শ্রমিকদের ন্যায্য মজুরি পরিশোধে মালিকদের প্রতি আহ্বান

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Mar 25, 2025 - 23:46
 0  6
শ্রমিকদের ন্যায্য মজুরি পরিশোধে মালিকদের প্রতি আহ্বান

শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের মজুরি পরিশোধ করা উচিত—এ কথা উল্লেখ করে মালিকপক্ষকে বেতন ও বোনাস যথাসময়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চৌমুহনী শহর শাখার উদ্যোগে আয়োজিত শ্রমিকদের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। চৌমুহনী বড় মসজিদে অনুষ্ঠিত এই মাহফিলে তিনি বলেন, "শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যোগ্য নেতৃত্ব নির্বাচন করা ছাড়া শ্রমিকদের প্রকৃত উন্নতি সম্ভব নয়। শ্রমিকরা যদি তাদের প্রাপ্য পাওনা সময়মতো পেতে চান, তবে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, চৌমুহনী পৌরসভা শাখার সভাপতি ওলি উল্লাহ ইয়াসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রেজানুল হক, জামায়াতে ইসলামীর চৌমুহনী শহর শাখার আমীর জসিম উদ্দিন, সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান, চৌমুহনী বড় মসজিদের সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, চৌমুহনী পৌরসভার কর্মপরিষদ সদস্য মোফাখ্খার হোসাইন নাসিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow