শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করলেন বাংলাদেশ খেলাফত ‌যুব মজলিসের নেতৃবৃন্দ 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Aug 7, 2024 - 19:26
 0  4
শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করলেন বাংলাদেশ খেলাফত ‌যুব মজলিসের নেতৃবৃন্দ 
ফরিদপুরের গোয়ালচামটে ‌অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করলেন বাংলাদেশ খেলাফত যুব  মজলিসের নেতৃবৃন্দ। 
এ সময় তারা শ্রীধাম শ্রী অঙ্গনের শ্রী অঙ্গণ পরিদর্শন করেন এবং  কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
তারা ফরিদপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন  রাখার জন্য ‌সর্বস্তরের সহযোগিতা ‌কামনা করেন। 
এ সময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ‌ডক্টর নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী ‌, সহ-সম্পাদক শ্রীমৎ পরাশর বন্ধু ব্রহ্মচারী শ্রীধাম শ্রী অঙ্গনের সদস্য বন্ধুব্রত ব্রহ্মচারী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মিজানুর রহমান  সম্পাদক সংগঠন মাওলানা মাহবুবুর রহমান, সম্পাদক বাইতুলমাল মোল্লা হাবিবুর রহমান , প্রশিক্ষণ সম্পাদক মুফতি ফরহাদ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ নাজমুল হাসান, দপ্তর সম্পাদক মুফতি আবু নাঈম, প্রকাশনা সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, সংগঠনের সদস্য  মাওলানা খবির উদ্দিন, হাফেজ মাহমুদুল্লাহ,মাওলানা মাসুদুর রহমান, হাফেজ আবু বকর,হাফেজ জুবায়ের, মাওলানা দেলোয়ার হোসেন,মাওলানা রাইসুল ইসলাম,মাওলানা আবুল হাসান প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow