শ্রীনগরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 28, 2025 - 12:58
 0  16
শ্রীনগরে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে পর্যায়ক্রমে মাসিক সাধারণ সভা এবং আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিল আহাম্মেদ, হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, পিআইও তাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ, ডিজিএম (পল্লী বিদ্যুৎ) মদন গোপাল সাহা, বন কর্মকর্তা সেলিম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহেদা খাতুন, সমাজসেবা কর্মকর্তা অনিক রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ।

সভায় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম মাইজভাণ্ডারীও উপস্থিত ছিলেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রমের অগ্রগতি এবং সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow