শ্রীনগরে গণঅধিকার পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Mar 28, 2025 - 20:11
 0  2
শ্রীনগরে গণঅধিকার পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে গণঅধিকার পরিষদের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ভাগ্যকুল রোডের লালগোলাপ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়।

গণঅধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি আহসান হাবিব শ্যামলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের উপদেষ্টা হাচেন শেখ খোকন, জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জের মজলিশে শুরা সদস্য এমএ লতিফ হাওলাদার ও শামসুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মো. মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়া, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, সহ-সভাপতি আবু নাসের খান লিমন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল সালমান রূপক, দপ্তর সম্পাদক হামিদুল ইসলাম স্বপন, কোষাধ্যক্ষ মিঠু তালুকদার ও সহ-প্রচার সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ অনুষ্ঠানে অংশ নেন।

গণঅধিকার পরিষদের উপজেলা সহ-সভাপতি রিপন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সোহাগ, বিল্লাল হোসেন রাজু, দিদার হোসেন, শেখ ছামাদ, দপ্তর সম্পাদক মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক আল আমিন মাঝিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow