শ্রীনগরে ড্রেজার সিন্ডিকেটের দৌরাত্ম্য, থামছে না কৃষিজমি ভরাট

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Mar 25, 2025 - 21:45
 0  4
শ্রীনগরে ড্রেজার সিন্ডিকেটের দৌরাত্ম্য, থামছে না কৃষিজমি ভরাট

মুন্সীগঞ্জের শ্রীনগরে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে কৃষিজমি ভরাটের প্রবণতা থামছে না। এতে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে দু-ফসলী ও ত্রি-ফসলী কৃষিজমি, পাশাপাশি খাল, নালা, ডোবা ও পুকুরও ভরাট হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতরখোলা এলাকায় পদ্মা নদীর অংশে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। সেখান থেকে পাইপের মাধ্যমে প্রায় তিন কিলোমিটার দূরে, শ্রীনগর-দোহার আন্তঃসড়কের উত্তর পাশে দামলা টাওয়ার সংলগ্ন তিন একর কৃষিজমি ভরাট করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে আসছেন রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা রোকন ও দামলা এলাকার বিপ্লব। গত তিন বছর ধরে ড্রেজার দিয়ে রাঢ়ীখাল, দামলা, হাতারপাড়া, কবুতরখোলা, প্রাণীমণ্ডল, মাইজপাড়া ও মনিমণ্ডল মৌজার বিস্তীর্ণ কৃষিজমি ভরাট করেছে এই ড্রেজার সিন্ডিকেট।

এলাকার কৃষকদের অভিযোগ, এভাবে কৃষিজমি ভরাট হতে থাকলে এক দশকের মধ্যেই চাষাবাদের জন্য কোনো জমি অবশিষ্ট থাকবে না। প্রশাসন একাধিকবার অভিযান চালিয়ে ড্রেজার অপসারণ করলেও, সিন্ডিকেট আবারও কার্যক্রম শুরু করে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রোকনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "আপনারা চেষ্টা করে পারলেন না তো আমার ড্রেজার বন্ধ করতে? ড্রেজার তো ঠিকই চালাচ্ছি।"

এ বিষয়ে শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হাবিব বলেন, "আমরা এখনই খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।"

স্থানীয় কৃষকরা প্রশাসনের কঠোর পদক্ষেপ ও অবৈধ ড্রেজার সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow