শ্রীনগরে দিনদুপুরে বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, লাখ টাকার মালামাল লুট

মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনদুপুরে বসতবাড়ির মূল ফটকের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের মদনখালী গ্রামে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পলাশ মজুমদার জানান, মঙ্গলবার ভোরে তার পরিবারের সদস্যরা এবং সকাল ৯টার দিকে তার চাচার পরিবারের সবাই শেখরনগর কালীপূজার মেলায় যান। সকাল ১০টার দিকে চাচা হরিপদ মজুমদার দুধ বিক্রির উদ্দেশ্যে বাজারে যান। দুপুর ১২টার দিকে বাড়িতে ফিরে তারা দেখতে পান, তাদের বসতবাড়ির মূল ফটকের তালা ভাঙা।
পরবর্তীতে ঘরে প্রবেশ করে দেখা যায়, দুটি স্টিলের আলমারি ভেঙে নগদ এক লক্ষ টাকা এবং ১১ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। একইভাবে চাচা হরিপদ মজুমদারের বসতঘরের তালা ভেঙে নগদ ১০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। অজ্ঞাতনামা চোরেরা চুরি শেষে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
হরিপদ মজুমদার জানান, "ভোরে আমার ভাইয়ের পরিবার এবং সকাল ৯টার দিকে আমার পরিবারের সদস্যরা কালীপূজার মেলায় যায়। আমি সকাল সোয়া ১০টার দিকে দুধ বিক্রির জন্য বাজারে যাই। দুপুর ১২টার দিকে ফিরে দেখি বাড়ির মূল ফটকের তালা ভাঙা। পরে ঘরে ঢুকে দেখি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট হয়ে গেছে।"
এ ঘটনায় স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং চোরদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।
What's Your Reaction?






