শ্রীনগরে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

এমএ কাইয়ুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
Mar 22, 2025 - 22:15
 0  3
শ্রীনগরে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শিবপুর এলাকার মৃত কোহিনুর শেখের ছেলে। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্রীনগরের বালাশুর বাজার এলাকায় ভাসমানভাবে বসবাস করে আসছিলেন।

শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) সালমান ও মোহাম্মদ বিন আসাদ সঙ্গীয় ফোর্সসহ রাঢ়ীখাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বালাশুর বাজার এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য বহন করছে। পরে অভিযান চালিয়ে সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তার দখল থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যা উপস্থিত লোকজনের সামনে জব্দ করা হয়।

শ্রীনগর থানার এসআই সালমান বলেন, “ধৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।”

এদিকে, স্থানীয়দের একাংশ জানায়, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিল। তবে পুলিশের এ অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, শ্রীনগর উপজেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow