শ্রীনগরে বসত ঘরে আগুন, লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনশেড বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল পৌণে ১০ টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় স্থানীয় ইউপি সদস্য রানা মেম্বারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শ্রীনগর-নওপাড়া সড়কের পাশে বাড়ৈগাঁওয়ে স্থানীয় ইউপি সদস্য রানা মেম্বারের সেমিপাকা টিনশেডের একটি রুমে আগুন লাগে। এক রুমে ব্যাপক ক্ষতি হলেও, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলে ৬ রুম বিশিষ্ট টিনশেডের বাকি রুমগুলো রক্ষা পায়।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ রানা মিয়া জানান, এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে এলাকাবাসীর সহযোগীতায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নি নির্বাপণ কার্যক্রম পরিচালনা করে। এর ফলে বড় ধরণের ক্ষতির হাত থেকে টিনশেড বাড়িটি রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
What's Your Reaction?






