শ্রীনগরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুই জন গুরুতর আহত

মুন্সীগঞ্জের শ্রীনগর-দোহার আন্তঃসড়কের দামলা এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে রাঢ়ীখালের দামলা এলাকায় ভূঁইয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
আহতরা হলেন—মোটরসাইকেলচালক শাহেদ ঢালী (দামলা গ্রামের রাশেদ ঢালীর ছেলে) ও মোত্তাকিম (বাসাইভোগ গ্রামের মানিকের ছেলে)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেবা পরিবহনের একটি বাস দামলা এলাকায় থেমে যাত্রী তুলছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির মোটরসাইকেলটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়, ফলে দুজনই গুরুতর আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।"
এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বাসচালক ও সহকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
What's Your Reaction?






