শ্রীনগরে বিধবার বসতভিটা দখলের অভিযোগ

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Apr 17, 2025 - 16:16
 0  5
শ্রীনগরে বিধবার বসতভিটা দখলের অভিযোগ

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক বিধবার বসতভিটার ৫ শতাংশ জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার তন্তর ইউনিয়নের সুফিগঞ্জ এলাকার পারাগাঁও মৌজায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোকেয়া বেগম অভিযোগ করে জানান, তার স্বামী মৃত মজিবর শেখ পৈত্রিক সূত্রে ওই জমির মালিক ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তার স্বামীর সৎ ভাই নান্টু শেখ ও ইব্রাহীম শেখ জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। সম্প্রতি তারা জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ শুরু করেন। এ ঘটনায় রোকেয়া বেগম শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, পারাগাঁও মৌজার সাবেক ৫৭, আরএস ৭২ দাগে ৫ শতাংশ জমির ওপর রোকেয়া বেগম বসবাস করতেন। তার দাবি, প্রতিপক্ষ নান্টু শেখ ও ইব্রাহীম শেখ পরিবারের সদস্যরা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জমি দখলে নিচ্ছেন এবং সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে অভিযুক্ত নান্টু শেখের স্ত্রী সিনথিয়া বেগম পাল্টা দাবি করে বলেন, “আমার ভাশুর মজিবর শেখ বরিশালে ব্যবসারত অবস্থায় মৃত্যুবরণ করেন। সে সময় তার স্ত্রী রোকেয়া বেগম ও সন্তানরা ব্যবসায়িক দেনার কারণে আটক ছিলেন। আমার স্বামী চার লক্ষ টাকা ঋণ দিয়ে তাদের মুক্ত করেন। পরে রোকেয়া বেগম আমাদের কাছে আড়াই শতাংশ জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে আরও আড়াই লক্ষ টাকা নেন। এরপর করোনাকালীন সময়ে তার ছেলে রাজুকে বিদেশে পাঠানোর কথা বলে আমার দেবর মজনুর কাছ থেকে আরও দুই লক্ষ টাকা নেন। কিন্তু শেষপর্যন্ত জমি রেজিস্ট্রি না করে অন্যত্র বিক্রির চেষ্টা করছেন। তাই আমরা আমাদের পাওনা রক্ষার্থে ঘর নির্মাণ করছি।”

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow