শ্রীনগরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

এমএ কাইয়ুম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
Mar 16, 2025 - 22:38
 0  4
শ্রীনগরে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামী মো. অলিউল্লাহ মোল্লাকে হত্যার দায়ে তার স্ত্রী মাজেদা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় ঘোষণা করেন।

উপজেলার পুটিমারা গ্রামের প্রবাসী অলিউল্লাহ মোল্লা তার স্ত্রী মাজেদা বেগম ও তিন সন্তান নিয়ে আলাদা বাড়িতে বসবাস করতেন। সর্বশেষ ২০১৭ সালে তিনি সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। তবে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে অলিউল্লাহ ঘুমাতে যান। পরদিন (৭ ফেব্রুয়ারি) সকালে স্ত্রী মাজেদা দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন দুপুরে অলিউল্লার ভাই মো. আহসান উল্লাহ বাড়িতে এসে গলায় ওড়না পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় অলিউল্লাহর মরদেহ দেখতে পান।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তদন্তে জানা যায়, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করার পর হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে অলিউল্লাহকে হত্যা করা হয়। ঘটনার পর নিহতের ভাই আহসান উল্লাহ শ্রীনগর থানায় স্ত্রী মাজেদা বেগমসহ তার বাবার বাড়ির কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মাজেদা বেগম থানায় আত্মসমর্পণ করেন।

তদন্ত শেষে পুলিশ একমাত্র অভিযুক্ত হিসেবে মাজেদা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুল হালিম বলেন, "সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। আমরা রায়ে সন্তুষ্ট।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow