শ্রীপুরে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
মাগুরার শ্রীপুর উপজেলায় ছোট নদীতে পড়ে উপমা(১২) নামের ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার শ্রীকোল ইউপির পূর্ব শ্রীকোল গ্রামের মোঃ হেমায়েত বিশ্বাসের শিশু কন্যা।
জানা গেছে,গত বুধবার সকালে শ্রীপুরের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু সপরিবারে ঝিনাইদহ থাকতো পিতার চাকরির সুবাদে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘটনার দিন সকালে মামাতো বোনদের সাথে মহেশপুর গ্রামের পাশে অবস্থিত ছোট নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমীম আলম জানিয়েছেন,,পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
What's Your Reaction?