শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
Sep 26, 2024 - 20:57
 0  5
শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা  

মাগুরার শ্রীপুরে শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন শরীফ,শ্রীপুর প্রেসক্লাবের আহবায়ক ড. মুসাফির নজরুল,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম মোঃ রাহাতুল,কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আইয়ুব হোসেন খাঁন,সাব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার,উপজেলা আইসিটি অফিসার আহমেদ মাহফুজ,বিআরডিবি অফিসার মুস্তাফিজুর রহমান,শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার নারগিস পারভীন,থানার এস আই রামপ্রসাদ,ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার তাসমীম ফেরদৌস মিম,নাকোল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফা,সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক রথীন্দ্রনাথ রায়,গয়েশপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সনৎ কুমার প্রমূখ। প্রস্তুতি সভায় শ্রীপুর উপজেলার সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং ১৩৫ টি দূর্গা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow