শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত এবং ভ্যান চালক আহত হয়েছে। এ দুর্ঘটনায় আবু কাসেম মন্নু সরদার (৬০) নামের এক বৃদ্ধে মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ভ্যান চালক বাবুল (২৯) গুরুতর আহত হয়েছে। জানা গেছে,,গত মঙ্গলবার রাতে শ্রীপুরের গোয়ালপাড়া মোঃ রেজাউল বিশ্বাসের দোকানের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত আবু কাসেম মন্নু সরদার জোকা গ্রামের মৃত হাসেম আলীর পুত্র। আহত ভ্যান চালক বাবুল পার্শ্ববর্তী শৈলকূপা উপজেলার বগুড়া গ্রামে কেসমত আলীর পুত্র। ঘটনার সময় মঙ্গলবার রাতে বাবুলের ভ্যানে আবু কাসেম মন্নু সরদার বাড়ি জোকা গ্রামের উদ্দেশ্যে রওনা করেন। এক পর্যায়ে গোয়ালপাড়া গ্রামের মোঃ রেজাউল বিশ্বাস এর দোকানের কাছে পৌঁছালে রাস্তার পাশে রাখা কাচা বাটের গাদার সঙ্গে ধাক্কা লেগে দ্রুতগতির ব্যাটারি চালিত ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আবু কাসেম সরদার মৃত্যুবরণ করেন। আহত বাবুল শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বৃদ্ধ নিহতের ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
What's Your Reaction?