শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুর উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকালে কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন,জেলা কৃষকদলের আহবায়ক রোবায়েত হোসেন খান,শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো,সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম,জেলা কৃষকদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হিরা প্রমুখ। কাদিরপাড়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি আরিফ মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা,মাসুদ মজুমদার,মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা কৃষকদলের সভাপতি মেহেদী হাসান মুকুল,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, ছাত্রদলের সভাপতি সোহেল মুন্সিসহ জেলা,উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকদলের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।
What's Your Reaction?