ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাগুরায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

বিশ্বজিৎ সিংহ রায়,ভ্রাম্যমাণ প্রতিনিধি, মাগুরা
May 6, 2024 - 21:31
 0  12
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাগুরায় বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মাগুরায়  বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আগামী ৮ মে ষষ্ঠ  উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে 
 জেলা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বিশেষ সভা, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার ৫ সম্পন্ন হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 
জেলা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা পরিষদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। 
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মসিউদ্দৌলা রেজা পিপিএম (বার),
উপ-অধিনায়ক-৫৮ বিজিবি মেজর মাহমুদুল হাসান , 
কোম্পানী কমান্ডার সিপিসি-২ র‍্যাব-৬ মেজর নাঈম আহমেদ ,জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, 
সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, ডিজি এফ আইয়ের প্রতিনিধি,
জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি চন্দন দেবনাথ, সকল উপজেলা নির্বাচন অফিসাার ও সকল থানার পুলিশ পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,,সব ধরনের অপচেষ্টা প্রতিরোধ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ সময় সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন তিনি। এছাড়া সবাই সকলকে অবাদ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ  নির্বাচন অনুষ্ঠানের বিশেষ দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow