সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবি মাগুরার শিক্ষার্থীদের
সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষার দাবি করেছেন মাগুরার শিক্ষার্থীরা। ২০২৫ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা চায় তারা। শনিবার সকালে এ দাবিতে সড়ক অবরোধ ও সমাবেশ করে মাগুরার শিক্ষার্থীরা। সর্বস্তরের শিক্ষার্থী'র ব্যানারে শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে।পরবর্তীতে ঢাকা-খুলনা মহাসড়কের ভায়নার মোড় বিজয় স্মৃতিস্তম্ভে অবস্থান করে। এসময় শিক্ষার্থীরা বলেন,,দেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা ভালোভাবে করতে পারেনি। কোটা আন্দোলন ও বন্যা পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা সামাজিক পারিবারিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে সারা দেশের সকল বোর্ডের একই প্রশ্ন এবং সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার যৌক্তিক দাবি মাগুরার সর্বস্তরের শিক্ষার্থীদের। সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবি বিষয়ে মাগুরা জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির বলেন,,এ বিষয়ে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত কোন প্রস্তাবনা পাওয়া যায়নি।তবে তারা নবম ও দশম শ্রেণীতে পড়াশোনার সুযোগ পেয়েছে।সে ক্ষেত্রে শিক্ষার্থীরা এমন দাবি করলে কতটা যৌক্তিক সেটি উর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো করে বুঝবেন।
What's Your Reaction?