সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে ব্রাহ্মণবাড়িয়ায় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

"সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহায়তায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ব্রাহ্মণবাড়িয়া সদর-এর পিস অ্যাম্বাসেডর এ বি এম মমিনুল হকের সভাপতিত্বে ও পিস অ্যাম্বাসেডর এস এম শাহীন-এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সভাপতি মো. আরজু, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান এবং বিটিজেএ'র সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন।
সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ফিল্ড কো-অর্ডিনেটর রিপন আচার্য পিএফজি’র কার্যক্রম ও সম্প্রীতির অভিযাত্রা বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, "গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক। তারা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের অনাচার, বৈষম্য ও অন্যায়ের চিত্র জনসমক্ষে তুলে ধরেন, যাতে সমাজের দায়িত্বশীল প্রতিষ্ঠানসমূহ দ্রুত ব্যবস্থা নিতে পারে। একইসঙ্গে তারা ইতিবাচক সংবাদও প্রচার করেন, যা মানুষের মধ্যে আশার সঞ্চার করে।"
সভায় পিএফজি ভবিষ্যৎ করণীয় বিষয়ে সাংবাদিকদের পরামর্শ আহ্বান করে। উপস্থিত সাংবাদিকরা ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীসহ পিএফজি ও ওয়াইপিএজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






