সংস্কারে বাঁধা দেওয়ার অভিযোগ, সেবা বঞ্চিত স্কুলের ছাত্রছাত্রীসহ পাঁচ শতাধিক মানুষ

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Dec 22, 2024 - 20:47
 0  10
সংস্কারে বাঁধা দেওয়ার অভিযোগ, সেবা বঞ্চিত স্কুলের ছাত্রছাত্রীসহ পাঁচ শতাধিক মানুষ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামে একটি পুরাতন রাস্তা সংস্কারের কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী জমির মালিক মুর্শেদ মিয়ার বিরুদ্ধে। 

জানা যায়, রাস্তাটি একটি সংযোগ রাস্তা। রাস্তার উভয় পাশে সরকারী রেকর্ডভূক্ত রাস্তা রয়েছে। ১০ ফুটের এই রাস্তাটি প্রায় ৫০ বছর যাবত ব্যবহার করে আসছে স্থানীয় এলাকাবাসী। এই রাস্তা দিয়েই চাইল্ড কেয়ার নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৫০/৩০০ শিক্ষার্থী ১০ বছর যাবত আসা যাওয়া করে আসছে। তাছাড়া প্রায় ৫০টি পারিবারে কবরস্থান, নৌকা ঘাট ও হাট বাজারে যাওয়ার একমাত্র রাস্তা এটি। এর আগেও এই রাস্তা সংস্কারের কাজ হয়েছে। তবে এবার স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে ইটের সলিংয়ের কাজ আসলে এতে মুর্শিদ মিয়া বাঁধা দিয়ে কাজ স্থগিত করে দেয়। এনিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি মামলা রয়েছে আদালতে।

মুর্শেদ মিয়ার কাছে জমি বিক্রেতাদের দাবী, রাস্তার জায়গা রেখেই তারা জমি বিক্রি করেছেন। রাস্তা ছাড়াই মুর্শিদ মিয়ার ক্রয়কৃত জমি যেকোনো সময় মেপে বুঝিয়ে দিতে প্রস্তুত রয়েছেন তারা। 

মুর্শিদ মিয়ার দাবী, এটি তার পারিবারিক রাস্তা। যদি কারো কাগজপত্র থাকে তাহলে নিয়ে আসুক। তবে নিজের ক্রয়কৃত জমি মেপে বুঝে নিতে রাজি নন তিনি। 

রাস্তাটি দ্রুত সংস্কার করলে স্কুলের শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক মানুষের দূর্ভোগ লাঘব হবে বলে দাবী স্থানীয় এলাকাবাসীর। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow