বৃহস্পতিবার বিকালে ছিলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় দুই দিনব্যাপী একুশের বইমেলার শেষ দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। প্রথমেই জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
পরে জেলা প্রশাসক বই মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন-এ কাজটি স্থানীয় সুশীল সমাজের দ্বায়িত্ব। বাংলাদেশের প্রতিটি নাগরিকদের শহীদ ভাষা সৈনিকদের প্রতি সন্মান জানানো উচিত। তিনি আরো বলেন, বৈশাখী মেলা, পিঠা মেলা, ঘুড়ি উৎসব সহ দেশের সকল ঐতিহ্য পার্বণের আয়োজন করা সুশীল সমাজের কাজ। বিভিন্ন কারণে তা হচ্ছে না দেখে আমরা সে কাজটি করছি। মাদক এবং মোবাইল থেকে তরুণ সমাজকে বিরত রাখতে এবং সকল উপশক্তিকে বই পড়ে দমন করতেই বই মেলার আয়োজন করা হয়েছে। এসময় তিনি নগরকান্দা উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
উপজেলার ইউএনও পার্কের মুক্ত মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মনোমুগ্ধকর বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার সোনিয়া হোসেন জিসান, পৌর মেয়র নিমাই সরকার, কবি ফরিদ কবির,কবি তুষার দাস নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান প্রমূখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।