সকলের সহযোগিতায় বাঁচতে চায় আলামিন

মো: শামীম মিয়া,বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
Jan 19, 2025 - 00:16
 0  7
সকলের সহযোগিতায় বাঁচতে চায় আলামিন

হাটতে না পারায় হুইল চেয়ার আর বিছানা নিত্যদিনের সঙ্গী ২৬ বছর বয়সী যুবক আলামিনের। দিনের পর দিন এভাবে অসহায় অবস্থায় চলছে তার জীবন।

 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল মান্নান সরকারে ছেলে মোঃ আলামিন। শৈশবের সহপাঠীদের সাথে খেলাধুলা ও স্কুলে যাওয়ার কথা থাকলেও মাত্র ৫ বছর বয়সে জীবিকার তাগিদে চলে যায় ঢাকায়। পরে হঠাই করেই আট বছর আগে অসুস্থ হয়ে পড়ে আলামিন। ধরা পরে মেরুদণ্ডের জটিল সমস্যা।  খুড়িয়ে খুড়িয়ে চিকিৎসা চালালেও টাকার অভাবে এখন চিকিৎসা বন্ধ তার। ফলে এখন মেরুদণ্ড নষ্ট হওয়ার পথে। এ রোগের ব্যায়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয় আলামিনের পরিবারের পক্ষে।  

ডাক্তার বলেছে আগামী মাসের মধ্যে পূর্ণাঙ্গ চিকিৎসা না করলে এই জটিল রোগ ভয়াবহ আকার ধারণ করবে। এই চিকিৎসার জন্য তার ৪ লক্ষ টাকা খরচ হবে।

বাঁচত চায় আলামিন। বাঁচার জন্য সে সকলের সহযোগিতা কামনা করেছে। সবার সহযোগিতা পেলে স্বাভাবিক জীবন ফিরে পাবে বলে আশা তার। 

সমাজের বিত্তবানরা এগিয়ে এলে চিকিৎসার মাধ্যমে মাধ্যমে আলামিন আবারো সুস্থ হয়ে উঠবে বলে আশা স্বজন ও এলাকাবাসীর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow