সদরপুর ক্যাডেট স্কিম মাদরাসার বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন
ফরিদপুরের সদরপুর ক্যাডেট স্কিম মাদরাসার বার্ষিক সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সদরপুর থানার দক্ষিণ পার্শে অবস্থিত মাদরাসার হলরুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নছীহত পেশ করেন এবং দুআ ও মুনাজাত পরিচালনা করেন এ মাদরাসার প্রধান উপদেষ্টা এবং সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও সমগ্র মুসলিম জাতির হেদায়েত সুস্থতা ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দুআর আয়োজন করা হয়।
মাওলানা সরোয়ার হুসাইন ও মাওলানা আব্দুর রহমান এর সার্বিক দিক তত্ত্বাবধানে পরিচালিত, প্রধান শিক্ষক মাওলানা আবিদ হোসাইন এর সদরপুর ক্যাডেট স্কিম মাদরাসাটি লেখাপড়া ও আদব-কায়দায় সুনাম ছড়িয়ে যাচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?